Uttar Dinajpur: লোডশেডিং-এ জয়ী বিরোধী দলনেতা বড় বড় কথা বলছেন, মন্তব্য শান্তনু সেনের

আরও পড়ুন

মমতা বন্দ্যোপাধ্যায় যাকে রাজনীতিতে হাতে খড়ি দিয়েছেন তার পিঠেই কিনা ছুরি মেরে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। বুধবার চাকুলিয়ায় একটি জনসভায় যোগ দিতে এসে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমন মন্তব্য করেন। পাশাপাশি
বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে সংঘাত লাগানোর কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। বুধবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ার শিরশী হাইমাদ্রাসা ময়দানে এক বিশাল জনসভায় যোগ দেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা সাংসদ শান্তনু সেন। রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলনেতার বয়কট প্রসঙ্গে শান্তনুবাবু জানান, বিরোধী দলনেতা ক্রমশই দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়ছেন। মঙ্গলবার বিধানসভায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন পৌঁছলেন তখন বিরোধী দলনেতা শুভেন্দুবাবু কেনও বেরিয়ে গেলেন। সেই প্রসঙ্গকেই বেশী করে গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য, চাকুলিয়ার প্রাক্তন ফরয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ কংগ্রেসে যোগ দেওয়ার পর ১৯ নভেম্বর এই শিরশী হাইমাদ্রাসা ময়দানে বিশাল জনসভা করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে বেশ খানিকটা চাপে ফেলে দিয়েছিলেন।সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের গড় হিসেবে পরিচিত উত্তর দিনাজপুর জেলায় দীর্ঘদিন বাদে কংগ্রেসের এই জনজোয়ার দেখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বেশ উজ্জীবিত। পঞ্চায়েত ভোটের আগে চাপে থাকা তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল চাঙ্গা করতে ওই একই মাঠে পাল্টা সভা করার পরিকল্পনা নেয় শাসক তৃণমূল। বুধবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনকে এনে সেই সভা করল তৃণমূল কংগ্রেস। সদ্য কংগ্রেসে যোগ দেওয়া আলি ইমরান রমজ ওরফে ভিক্টর যে তৃণমূল কংগ্রেসের চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে, সাংসদ শান্তনু সেনের বক্তব্যে তা কার্যত পরিষ্কার। সভা শেষে শান্তনুবাবু জানান, চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে পরিবারতন্ত্র কায়েম হয়েছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তার বদল হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলের জামানত জব্দ হতে হয়েছে। ফরয়ার্ড ব্লক থেকে বহিষ্কার হওয়ার পর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তৃণমূল কংগ্রেস কোনও দূর্নীতিপরায়ণ মানুষদের দলে যুক্ত করে না। সেই কারনেই যে দলটা বাংলায় শূন্য হয়ে গেছে এবং সারা ভারতবর্ষে শূন্য হতে যাচ্ছে সেই দলের হাত ধরেছে। চাকুলিয়ার মানুষ এই সমস্ত মানুষকে গ্রহণ করবেন না। আগামী পঞ্চায়েত নির্বাচনে চাকুলিয়া তথা উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলময় তথা মমতাময় পঞ্চায়েত উপহার দেবেন। বিরোধী দলনেতার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে শান্তনু সেন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় রাজনীতি করছেন। টাকা নিয়ে ধরা পরার পর জেল খাটার ভয়ে আপনার রাজনৈতিক জন্মদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পিঠে ছুরি মেরে বিজেপি-র ধুলো মাথায় নিয়েছেন। লোডশেডিং-এ জিতে বিরোধী দলনেতা হয়ে বড় বড় কথা বলছেন শুভেন্দু অধিকারী।এদিনের সভায় শান্তনুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী, চাকুলিয়ার বিধায়ক এবং উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close