Uttar Dinajpur: তালিকায় নাম না থাকায় পঞ্চায়েত প্রধানকে তালাবন্দি করলেন বিরোধীরা

আরও পড়ুন

আবাস প্লাস তালিকায় নাম না থাকার ক্ষোভে বিজেপি-র পঞ্চায়েত প্রধানকে তালাবন্দি করে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেসের কর্মী-সর্মথকদের একাংশ। সোমবার দুপুরে এই ঘটনা কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত অফিসে। এই তালা বন্দির সময় প্রধানের চেম্বারে উপস্থিত ব্লক প্রশাসনের এক অফিসার আটকে পড়েন। খবর পেয়েই রাধিকাপুর পঞ্চায়েতে হাজির হয় পুলিশ। দীর্ঘক্ষণ আলোচনা চালিয়ে বিকেল ৫ টা নাগাদ পঞ্চায়েত প্রধানকে মুক্ত করে পুলিশ। আবাস প্লাস তালিকা নিয়ে স্বজনপোষণ এবং বেনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান বিক্রম দেবশর্মা। তার দাবি, ২০১৮ সালে আবাস যোজনার যে তালিকা তৈরি করা হয়েছিল। তা ধরেই সার্ভের কাজ চলছে। কিছু কিছু পরিবার থেকে একাধিক নাম ছিল। কিন্তু সবার জবকার্ড না থাকার ফলে পোর্টাল থেকে সেই নাম বাদ পড়েছে।
তবে প্রতিবাদের ধরন যে সঠিক হয়নি তা মানছেন গ্রামের অধিকাংশ মানুষই।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close