সরকারি পাঠ্যবই উধাও-এর ঘটনায় পুলিশ ধৃত ভীম মন্ডলকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করলে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দিলেন। শনিবার উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে বৈঠক করেন। জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।
আগামী ২ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে শিশুবিভাগ থেকে দশম শ্রেণি পর্যন্ত সরকারি পাঠ্যবই বিদ্যালয়গুলিতে বিতরণ করার পরিকল্পনা নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতরের সেই পরিকল্পনা অনুযায়ী জেলায় জেলায় সরকারি পাঠ্যবই সরবরাহ শুরু করেছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমায় দু’লক্ষ পনেরো হাজার পাঠ্যবই পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর সরকার ইসলামপুর স্কুল শিক্ষা দফতরের গুদাম পরিদর্শন করে মাথা ঘুরে যায়। সরকারিভাবে ২ লক্ষ ১৫ হাজার পাঠ্যবই পাঠানো হলেও গুদামে পড়ে রয়েছে মাত্র ১৫ হাজার। বাকি দু’লক্ষ পাঠ্যবই স্কুলে বিলি করার আগেই উধাও হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন অবর বিদ্যালয় পরিদর্শক। গুদামের দায়িত্বে থাকা অস্থায়ী কর্মি ভীম মন্ডলর বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ভীম মন্ডলকে গ্রেফতার করে। ধৃত ভীম মন্ডলকে শনিবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে। তদন্তের স্বার্থে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃত ভীম মন্ডলকে আদালতে নিয়ে যাওয়ার পথে জানান, গুদামের চাবি শুধু তার কাছেই রাখা হ’ত না। অবর বিদ্যালয় ছাড়াও তারও তিনজনের কাছে চাবি থাকত। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। শনিবার উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার ইসলামপুরে পৌঁছে গুদাম পরিদর্শন করেন। পরবর্তীতে ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দুলাল সরকার জানান, সরকারি পাঠ্যবই উধাও এর ঘটনাটি খুবই দুঃখজনক। জানুয়ারি থেকে সরকারি পাঠ্যবই প্রাথমিক বিদ্যালয়গুলিতে বিতরণ করার কথা ছিল। বই উধাও হয়ে যাওয়ায় তারা সমস্যায় পড়লেন। পুলিশ তদন্ত করছে।
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।