Uttar Dinajpur: শিক্ষক- শিক্ষিকাদের জ্বলন্ত সমস্যা নিয়ে স্মারকলিপি প্রদান প্রাথমিক শিক্ষক সমিতির

আরও পড়ুন

বুধবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আট দফা দাবি নিয়ে বিদ্যালয় পরিদর্শক এবং চেয়ারম্যান ইনচার্জ দুলাল সরকারকে স্মারকলিপি দেওয়া হলসংগঠনের মূল দাবি ছিল- বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুজোর ছুটি টানা করে জেলাগত ছুটির তালিকা বার করা, জেলাগত ক্লাস রুটিন, পি এফ-এর হিসেব আপডেট, প্রধান শিক্ষক নিয়োগ, উৎসশ্রী বদলি শুরু, বকেয়া এরিয়ার বিল, সুপ্রিম কোর্টের আদেশে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের পুনরায় বেতন চালু বিষয়ে আলোচনা হয়।সংগঠন খুব আশাবাদী এই ভেবে- খুব তাড়াতাড়ি উপরের তো সমস্যা গুলির সমাধান হবে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের জন্য।

উত্তর দিনাজপুরের কর্ণজোড়া থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close