বুধবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আট দফা দাবি নিয়ে বিদ্যালয় পরিদর্শক এবং চেয়ারম্যান ইনচার্জ দুলাল সরকারকে স্মারকলিপি দেওয়া হলসংগঠনের মূল দাবি ছিল- বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুজোর ছুটি টানা করে জেলাগত ছুটির তালিকা বার করা, জেলাগত ক্লাস রুটিন, পি এফ-এর হিসেব আপডেট, প্রধান শিক্ষক নিয়োগ, উৎসশ্রী বদলি শুরু, বকেয়া এরিয়ার বিল, সুপ্রিম কোর্টের আদেশে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের পুনরায় বেতন চালু বিষয়ে আলোচনা হয়।সংগঠন খুব আশাবাদী এই ভেবে- খুব তাড়াতাড়ি উপরের তো সমস্যা গুলির সমাধান হবে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের জন্য।
উত্তর দিনাজপুরের কর্ণজোড়া থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।