Uttar Dinajpur : ন্যায্য মূল্যে ধান কেনার দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন

সোমবার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনার দাবিতে আন্দোলনে নামল সারাভারত কিষান ও ক্ষেত মজদূর সংগঠন।এদিনা সংগঠনের পক্ষ থেকে ইসলামপুর মহকুমা খাদ্য দফতরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হনা তারা।

উল্লেখ্য, ইসলামপুর মহকুমার কৃষকদের একাংশ সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারছেন না বলে সংগঠনের অভিযোগ। কৃষকরা যেন ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারেন সেজন্য উত্তর দিনাজপুর জেলার কিষান ও ক্ষেত মজদূর সংগঠন তাদের পাশে দাঁড়ান। বিষয়টি সংগঠনের পক্ষ থেকে ইসলামপুর মহকুমা খাদ্য দফতরের আধিকারিকের নজরে আনেন তারা । তাদের দাবি ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকায় ক্যাম্প করে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কিনতে হবে। মহকুমা খাদ্যদফতর তাদের দাবি মেনে নিলেও ক্যাম্প করার দিন নিয়ে বিভিন্নভাবে টালবাহনা শুরু করেন। ফলে কৃষকের একাংশ ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে ব্যার্থ হন। সোমবার এই দাবিতে কৃষকরা ধান নিয়ে ইসলামপুর মহকুমা খাদ্য দপ্তরের সামনে পৌছন। কিষান ও ক্ষেত মজদূর সংগঠনের পক্ষ থেকে দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন তারা । সংগঠনের জেলা সম্পাদকের দাবি যতক্ষন কৃষকদের কাছ থেকে ধান না কিনছেন ততক্ষন তারা আন্দোলন চালিয়ে যাবেন।মহকুমা খাদ্য নিয়ামককে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close