Uttar Dinajpur : ফুটবল প্রশিক্ষণে উন্নত মানের কোচিং প্রদান রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে

আরও পড়ুন

AIFF এর অনুমতিক্রমে, বঙ্গ রাজ্য ফুটবল সংস্থা এবং রায়গঞ্জ টাউন ক্লাবের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে শুরু হল ফুটবল কোচিংয়ের ই লাইসেন্স কোর্স।

প্রসঙ্গত , ফুটবল প্রশিক্ষণে উন্নত মানের কোচ তৈরীর উদ্দেশ্যে কর্মশালার আয়োজন করা হয়। মূলত চারদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের ভূমিকায় উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক কুন্তলা ঘোষ দোস্তিদার, প্রাক্তন ফুটবলার তনময় বোস ও জয়ব্রত ঘোষ। এদিন ৬ থেকে আট বছর বয়সি শিশুদের ফুটবলের কোচিং প্রদানের এই কোর্সে রায়গঞ্জ ছাড়াও বিভিন্ন জায়গা থেকে প্রায় ৩০ জন ফুটবলার অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সেরা কোচিংয়ের মাধ্যমে সেরা ফুটবলার তুলে আনাই মূল লক্ষ্য এই কর্মশালার বলে জানান কুন্তলা ঘোষ দস্তিদার। রায়গঞ্জের বুকে এহেন ও আয়োজন করতে পেরে স্বভাবতই খুশি টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close