আগামী ২৯ এপ্রিল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জীর রথ উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় ঢুকছে।ওইদিনই সকাল নয়টায় চোপড়া ব্লকের চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের দিঘাবনা ফুটবল ময়দানে এক জনসভার আয়োজন করা হয়েছে। রবিবার মহকুমা প্রশাসনের কর্তাদের নিয়ে দিঘাবনা ফুটবল মাঠ পরিদর্শন করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান,উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এছাড়া ব্লকের নেতারা। চোপড়ার জনসভার পর পরদিন ইসলামপুর এবং গোয়ালপোখর ব্লকেও জনসভা করবে সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি হাজার হাজার মানুষ এই জনসভায় উপস্থিত থাকবেন।
উত্তর দিনাজপুর থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ।