Uttar Dinajpur – ঘরে স্ত্রী, বাবা-মাকে রেখে সাইকেলে সান্দাকফু অভিযান অভিষেকের

আরও পড়ুন

জন্মদাতা-দাত্রী বাবা-মা তো বটেই, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত কাটাচ্ছেন তথাপি তার লক্ষ্য পূর্ব নেপালের পাহাড়ের চূড়ো সন্দাকফু।
গাছ বাঁচাও , পৃথিবী বাঁচাও সঙ্গে জীবন বাঁচাও স্লোগানকে সামনে রেখে কলকাতার এক ফুড “ডিলিভারি বয়” এরাজ্যের মহানগরী কলকাতা থেকে নেপাল সাইকেলে চেপে বেরিয়েছেন । অভিষেক শর্মা নামের ওই ফুড ডেলিভারি বয় বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ঢোকেন এবং রাতেই তিনি আবার নেপালের উদ্দেশে রওনা দিয়েছেন । অভিষেক শর্মা ইসলামপুর শহরের রাজপথে দাঁড়িয়ে জানান, এর আগে লাদাখ সাইকেল চালিয়ে ঘুরে এসেছেন। এবার তিনি দ্বিতীয়বার কলকাতা থেকে নেপালের উদ্দেশে রওনা দিয়েছেন। আবার সাইকেলে চেপেই কলকাতা ফিরবেন বলে তার সিদ্ধান্তে অবিচল অভিষেক । গত সোমবার কলকাতার ঠাকুরপুকুর থেকে তিনি সাইকেলে চেপে বেরিয়েছিলেন । তিনি বলেন, এই চিন্তা ভাবনা তার ক্লাস টেন থেকেই রয়েছে কিন্তু বাড়ির পরিস্থিতি ভালো ছিল না তাই তখন স্বপ্ন পূরণ করতে পারেননি। তিনি এখন নিজে থেকে সে কাজ করছে। নতুন প্রজন্মের জন্য অভিষেক বলেন, সরকারি চাকরি ছাড়াও অনেক কিছু আছে মোবাইলে অনলাইন ইনকাম বা অন্য কিছু মারফত রোজগার করা যেতে পারে কিন্তু তার জন্য নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। অভিষেক শর্মা বলেn- তার কলকাতার বাড়ি গড়িয়া স্টেশন এলাকা হলেও আসল বাড়ি রাজস্থানের জয়পুরে । এদিন অভিষেক আর কি কি বলেছেন শোনাবো-

অন্যদিকে ইসলামপুরের তৃণমূল নেতা জাকির হোসেন কি বলেছেন শুনুন-

উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close