বিদ্যালয়গুলিতে যখন চলছে গরমের ছুটি, সেই সময় পড়ুয়াদের কাছে বিদ্যালয়কে আরও আকর্ষণীয় করে তুলতে এক অনন্য পদক্ষেপ নিল একটি বেসরকারি প্রাথমিক স্কুল।
প্রসঙ্গত, রায়গঞ্জের কলেজ পাড়ার এই বিদ্যালয়টিতে শনিবার থেকে শুরু হল’ সামার ক্যাম্প ‘।এই সামার ক্যাম্পটি-র মূল উদ্দেশ্য হল- অ্যাক্টিভিটি বেসড লার্নিং ওপর জোর দেওয়া। শনিবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই সামার ক্যাম্পে নাচ, গান ,কুইজ, নাটকের সঙ্গে থাকছে মজাদার খেলাধুলো এবং রান্নাও। ক্যাম্পের শেষ দিন পড়ুয়াদের নিয়ে একটি প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হবে বলে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু বর্মন। এরকম একটি মজাদার কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে স্বভাবতই খুশি বিদ্যার্থীরা।
রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।