বৃহস্পতিবার রায়গঞ্জের মোহনবাটির বি বি ডি মোড়ে শহিদ বিনয়,বাদল ও দীনেশের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করল রায়গঞ্জ পুরসভা। ১৯৩০ সালের ৮ ডিসেম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাকরণ অভিযানের জন্য দিনটিকে মৃত্যুঞ্জয়ী শহিদ দিবস বা আত্মবলিদান দিবস হিসেবে পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার পুর-প্রশাসক সন্দীপ বিশ্বাস, পুর-প্রশাসক বোর্ডের সদস্য সাধন বর্মন, কো-অর্ডিনেটর রতন মজুমদার, বরুন বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, চৈতালী ঘোষ সাহা-সহ পুরসভার বেশ কিছু কর্মী।
রায়গঞ্জের বিবিডি মোড় থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।