পেটের জ্বালায় পশ্চিম থেকে যে পূবে খুঁটি গাড়তে হবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি কৌশল্যা,সারদারা। তথাপি বেলুন বিক্রি করে সংসার চালাতে হচ্ছে সারদা কৌশল্যাদের। তারা অস্থায়ী আস্তানা গেড়েছেন রায়গঞ্জের রূপাহারে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে। রায়গঞ্জের মূল রাস্তা ছাড়াও বিভিন্ন পাড়া, অলি গলিতে দেখা মিলছে ডলফিন, ছোটা ভীম, ডোরেমন আরও কত কিছুর প্রতীকি মূর্তি ! বর্তমানে গোটা পশ্চিমবঙ্গে চলছে তীব্র তাপ প্রবাহ, চলছে বিদ্যালয়গুলিতে গরমের ছুটিও। এই ফাঁকে পাড়ায় পাড়ায় ঢুকে অনায়াসে শিশুদের জন্য বেলুন বিক্রি করছেন ভিন রাজ্যের মহিলারা।
প্রসঙ্গত এই সময় বেশ কিছু মহিলা, পুরুষ এমনকি বাচ্চাও হাঁক দিচ্ছে “বেলুন লে লিজিয়ে”। দেখা যায় বাঁশের ওপরে প্লাস্টিকের রং বেরঙের ডোরেমন, ছোটা ভীম, ডলফিন সহ নানান আঙ্গিকের থাকা রং বেরঙের বেলুন । শুধু পেটের টানে সুদূর রাজস্থান থেকে এসেছেন তারা। এখানে রুপাহারের পাশে তাঁবু খাটিয়ে খুঁটি গেড়েছেন ওই ভবঘুরে মানুষগুলি । কোনোদিন ব্যবসা ভালো হয়, কোনোদিন হয় না। এভাবেই চলছে তাদের রুটি রুজি । খোঁজ নেন কোথায় কখন মেলা বসছে, যেখানেই ছুটছেন ,লক্ষ্য একটাই ভালো ব্যবসা।
রায়গঞ্জের নানা পাড়া এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।