নাম না করে শুভেন্দুকে আক্রমন করলেন তৃণমূল কংগ্রেস সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেকের অভিযোগ ও কোনদিনই তৃণমূল লোক ছিল না।ও বিজেপি যতদিন থাকবে বিজেপি ততই মায়ের ভোগে যাবে। বিজেপিতে শনির দশা চলছিল। ও বিজেপি যাবার পর রাহু,কেতু সংযোজিত হয়েছে।সোমবার উত্তর দিনাজপুর জেলার করনদিঘির জনসভায় নাম না করে শুভেন্দু অধিকারিকে এভাবেই আক্রমন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেকের বক্তব্যে কোথায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি সম্পর্কে একটি কথাও খরচ না করা উপস্থিত দর্শকরা সন্তষ্ট হতে পারেন নি। সভার শেষ মুহূর্তে জনসভায় উপস্থিত জনগন শুভেন্দু সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করলে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।