Uttar Dinajpur & Siliguri : মাথায় আঘাত পেয়ে কোমায় ঔপন্যাসিক দেবেশ

আরও পড়ুন

বইমেলার মিটিং-এ যাওয়ার পথে যানবাহনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান বছর ৬৬-র দেবেশকান্তি চক্রবর্তী। পরবর্তীতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ছুঁয়ে শিলিগুড়ির একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন ঔপন্যাসিক দেবেশকান্তি চক্রবর্তী। তাঁকে আজ সকাল থেকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক। তাঁর দেহের একটি অংশ অসার হয়ে গিয়েছে।

পরিবার সূত্রের খবর, সোমবার বিকেল তিনটে থেকে রায়গঞ্জের বিধামঞ্চে উত্তর দিনাজপুর জেলা বইমেলকার মিটিং ছিল। সেখানে যাওয়ার পথেই তিনি যানবাহনের ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান। তার মাথায় গুরুতর আঘাত লাগে। ওই অবস্থাতেই তিন ঘন্টা মিটিং করেছেন। ফিরে এসেছেন রায়গঞ্জের উদয়পুরের বাড়িতেও। সন্ধ্যের পর শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে স্ত্রী-কে সঙ্গী করে পায়ে হেঁটে রায়গঞ্জের চণ্ডীতলার বিমলা ফার্মেসি থেকে প্যারাসিটামল ওষুধ কিনে খেয়েছেন। রাট ১১টা নাগাদ তাঁর সহধর্মিনী দেবেশবাবু বিছানায় শুয়ে ছটফট করছেন। এরপরই তিনি নিকটাত্মীয়দের ফোন করে ডেকে নেন। তাঁকে ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে তাঁর মাথার সিটি স্ক্যান হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত দুটো নাগাদ অ্যাম্বুলেন্সে চাপিয়ে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে। মঙ্গলবার সকালে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। মাথায় রক্ত জমাটের কারনে দেবেশবাবুর অবস্থার ক্রমাবনতি ঘটছে। চিকিৎসকদের বুলেটিনে জানানো হয়েছে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকদের টিম। মেডিকেল বোর্ডের ধারণা দুর্ঘটনার সময় তিনি একা ছিলেন বলে তাঁকে কেউ চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেননি। ফলে মস্তিষ্কের রক্তক্ষরণের কারনেই এতো বড় ক্ষতির মুখে পড়েছেন মালদার মালতীপুরের প্রাক্তন গ্রন্থাগারিক, বিশিষ্ট সাহিত্যিক এবং ঔপন্যাসিক দেবেশকান্তি চক্রবর্তী। তাঁর আরোগ্যকামনায় কামনায় সকলেই।

শিলিগুড়ি ও রায়গঞ্জ থেকে দেবাশীষ দাস ও রোহিত দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close