Uttar Dinajpur : পিকআপ লরির সংঘর্ষে আহত ছয় শ্রমিক

আরও পড়ুন

পিকআপ ভ্যান ও লরির সংঘর্ষে আহত হলেন চালক সহ ছয়জন শ্রমিক।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে ইসলামপুর থানার অলিগঞ্জ জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার নয়াহাট থেকে ছয় জন শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে কাজের জন্য ইসলামপুরের দিকে রওনা দেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। ঘটনায় চালক সহ পিকআপ ভ্যানে থাকা ছয়জন শ্রমিক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close