Uttar Dinajpur : পুরসভার জবরদখল উচ্ছেদে বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ী

আরও পড়ুন

বৃহস্পতিবার ইসলামপুর পুরসভা ও পূর্ত দফতরের যৌথ উদ্যোগে জবরদখল উচ্ছেদ অভিযান চালানো হয়। ইসলামপুর মহকুমা হাসপাতালের পর এবার ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় আচমকা জবরদখল উচ্ছেদ অভিযান চালালো পুরসভা।

সূত্রের খবর, দীর্ঘ কয়েক বছর ধরে ইসলামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় সরকারি জমিতে জবরদখল করে দোকান তৈরি করেছিল বেশ কিছু বাসিন্দা। এখানে ব্যবসা করার সুযোগ পাওয়ায় ভিন রাজ্যে কাজের সন্ধানে যাওয়া তারা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সাধারণ মানুষের সুবিদার্থে ও শহরের সৌন্দর্যায়নের কথা মাথায় রেখে ওই ছোট ব্যবসায়ীদের জবরদখল করা জমি খালি করতে বলেছিল ইসলামপুর পুরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিন যাবৎ তাদের বলা সত্ত্বেও হাসপাতাল সংলগ্ন এলাকায় থাকা ব্যবসায়ীরা বিষয়টিকে কর্ণপাত করেননি। এরপর আগামী এক সপ্তাহের মধ্যে ওই জমিটিকে খালি করার নির্দেশ দেওয়া হয় পুরসভার তরফ থেকে। তাতেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। এর জেরে আচমকা জবরদখল উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেয় পুরসভা। তাদের এই অভিযানের ফলে ওই ছোট ব্যবসায়ীদের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট ,টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close