বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা রবিবার কুলিক ফরেস্টের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং কুলিক ফরেস্টের পরিকাঠামো কিভাবে উন্নত করা যায় সেই বিষয়গুলো তিনি লক্ষ্য করেন।প্রতিবছর কুলিক জুড়ে পরিযায়ী পাখিদের ভিড় থাকে,পরিযায়ী পাখি দেখতে বিভিন্ন জায়গার পর্যটকরা কুলিকে আসেন সেখানে দাঁড়িয়ে কুলিক ফরেস্টকে আরও বেশি কি করে আকর্ষনীয় করে তোলা যায় সে বিষয়টা তিনি দেখবেন বলে জানান। বনদফতরের কর্মীদের প্রশংসা করার পাশাপাশি এখানে চিড়িয়াখানা করার ব্যাপারে দফতরের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।