উত্তর দিনাজপুর জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনকে অবৈধ বলে মন্তব্য করলেন ভোমরা ইউনাইটেড-এর সম্পাদক সুহৃদ কুমার দাস। বুধবার উত্তর দিনাজপুর প্রেসক্লাবে হাজির হয়ে অসংখ্য অভিযোগ করেছেন। তিনি বিবেকানন্দ স্মৃতিচক্রের সম্পাদক তপন নাগকে পাশে বসিয়ে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন। তার কথায় সাংবিধানিক রীতি অনুযায়ী জেলা ক্রীড়া সংস্থার মেয়াদ এক বছর। অথচ ২০১৭ সাল থেকে এখানে মৌরসিপাট্টা চলছে। এই সংস্থাকে অবৈধ ঘোষণা করে দ্রুত পদক্ষেপ নিক জেলা যুব আধিকারিক।
উত্তর দিনাজপুর প্রেস ক্লাব থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।