Uttar Dinajpur : টেবিল টেনিস প্রশিক্ষনের সু- ব্যবস্থা রায়গঞ্জ ইনস্টিটিউটে

আরও পড়ুন

উত্তর দিনাজপুরের অঞ্জন আজ রাজ্য টেবিল টেনিস এর সহ সভাপতি। রাজ্য টেবিল টেনিস বিগত দিনে দুটি সংস্থায় বিভক্ত ছিল। বর্তমানে সেটি একটি সংস্থায় পরিণত হয়েছে বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। আর সেই সংস্থার সহ সভাপতি হয়েছেন রায়গঞ্জ নিবাসী অঞ্জন কুমার রায়।

সূত্রের খবর, রায়গঞ্জ তথা জেলার কাছে এ এক বিরাট প্রাপ্তি। এই পদ পাওয়ায় সঙ্গে সঙ্গেই অঞ্জন বাবু নিজের জেলা তথা শহরে শুরু করেছেন টেবিল টেনিস প্রশিক্ষণ। হাত বাড়িয়ে দিয়েছেন রায়গঞ্জ ইনস্টিটিউট। রায়গঞ্জ ইনস্টিটিউটের দ্বিতলে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে যোগ দিয়েছেন বেশ কিছু ক্ষুদে। রবিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় এই প্রশিক্ষণ ক্যাম্পের। রায়গঞ্জ ইনস্টিটিউটের স্পোর্টস সেক্রেটারি অরিজিৎ ঘোষ অঞ্জন বাবু এত বড় দায়িত্ব পাওয়ায় গর্বিত ও খুশি।

প্রসঙ্গত, কলকাতা থেকে অঞ্জন কুমার রায়ের ডাকে সাড়া দিয়ে রায়গঞ্জে এসেছেন সৌম্যয্যতি জোয়ারদার। তিনিই প্রশিক্ষণ দেবেন টেবিল টেনিস এর। তিনি যথেষ্ট আশাবাদী ভবিষ্যতে রায়গঞ্জ থেকে বেশ কিছু ছেলে মেয়ে ভালো টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। উত্তর দিনাজপুর জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সম্পাদক ও রাজ্য টেবিল টেনিস অ্যাসোসিয়েশন এর সহ সভাপতি অঞ্জন কুমার রায় বলেন তিনি সর্বত ভাবে সচেষ্ট থাকবেন জেলা তথা শহরের টেবিল টেনিস খেলার মানোন্নয়নের।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close