Uttar Dinajpur : ‘শিক্ষক বুথ চলো’ কর্মসূচি পালন মাড়াইকুরায়

আরও পড়ুন

রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, উত্তর দিনাজপুর জেলা শাখার ডাকে ও রায়গঞ্জ সার্কেলের উদ্যোগে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে ‘শিক্ষক বুথ চলো’ কর্মসূচি রূপায়িত হল। রায়গঞ্জ ব্লকের ১০ নম্বর মাড়াইকুরা অঞ্চল অফিসে বুথ ভিত্তিক শিক্ষক কর্মীসভা অনুষ্ঠিত হয় রবিবার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল প্রধান কমল দেবশর্মা, পঞ্চায়েত সমিতির সদস্য আলতাব হুসেন, বিভিন্ন বুথ নেতৃত্ব, আই এন টি টি ইউ সি-র রায়গঞ্জ ব্লক সভাপতি শৈলেন রক্ষিত ছাড়াও মহিলা যুব ছাত্র নেতৃত্ব । শিক্ষক সমিতির পক্ষ থেকে সার্কেল সভাপতি গৌতম পাল এদিনের অনুষ্ঠানের পৌরহিত্য করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান, জেলা নেতৃত্ব শামিম আলম, অনিমেষ দাস প্রমুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি লিফলেটে তুলে ধরে সেগুলি অঞ্চল নেতৃত্বদের মাধ্যমে শিক্ষকেরা বুথের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের হাতে তুলে দেবেন, সেই বিষয়টিও শুভ সূচনাও এদিন করা হল।

রায়গঞ্জের মাড়াইকুরা থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close