Uttar Dinajpur: সরকারি বিদ্যালয়ের ছাত্র নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সুযোগ পাওয়ায় গর্বিত শিক্ষকেরা

আরও পড়ুন

রায়গঞ্জ চক্রের দক্ষিণ বীরনগর উপেন্দ্র মোহন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র প্রতীক রায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সুযোগ পেয়েছে। স্বভাবতই খুশি তার অভিভাবক সহ স্কুলের শিক্ষকেরাও। সেই মতো স্কুলের পক্ষ থেকে আজ তাকে সংবর্ধনাও জ্ঞাপন করা হয়।

স্কুলের শিক্ষকরা ছাড়া কোনও কোচিং সেন্টারে না পড়ে শুধু মা বাবার কাছে পড়ে এই সাফল্য পেয়েছে প্রতীক। যেখানে এখন বেসরকারি স্কুলে ভর্তির হিড়িক পড়েছে অভিভাবকদের মধ্যে, সেখানে স্বাভাবিকভাবেই দৃষ্টান্ত উপস্থাপন করল প্রতীক। তার মা ছেলের এই সাফল্যে যথেষ্ট গর্বিত।

প্রতীকের এই সাফল্যে অনুপ্রাণিত বিদ্যালয়ের বর্তমান ছাত্র-ছাত্রীরা।
বিদ্যালয়ের মুকুটে নয়া পালক যোগ হওয়ায় খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব সাহা সহ অন্যান্য শিক্ষকেরাও তথা মণি বসাক, অমিত ঘোষ, নুর আলম, বনশ্রী সাহা, রিয়া রায়।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close