Uttar Dinajpur : বৈধ চাকরি ছিনিয়ে নিলে আদালতে যাওয়ার হুমকি শিক্ষকের বাবার

আরও পড়ুন

শিক্ষক নিয়োগের পর এবারে গ্রুপ ডি নিয়োগে জালিয়াতির অভিযোগে ১ হাজার ৬৯৪ জনের তালিকা স্কুল শিক্ষা দফতর হাইকোর্টে পেশ করেছে। আদালত এখনও কোনও সিদ্ধান্ত না জানানোয় তারা চরম অনিশ্চিয়তার মুখে এসে দাড়িয়েছে। উত্তর দিনাজপুর জেলায় এই তালিকায় ৫৮ জন রয়েছেন। আদালত চাকরি থেকে বাতিল করার নির্দেশ দিলে সেই নির্দেশের বিরুদ্ধে আদালতে মামলা করার হুমকি দিয়েছে।

গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় ও এম আর শিট জাল করে রাজ্যে বেশ কিছুপ্রার্থীকে নিয়োগ করা হয়েছিল। আদালতে এর বিরুদ্ধে মামলা দায়ের করার পর বিচারপতি স্কুল শিক্ষা দফতরের কাছে সেই তালিকা চেয়ে পাঠান। সোমবার স্কুল শিক্ষা দফতর আদালতের কাছে ১ হাজার ৬৮৬ জনের তালিকা পেশ করেছে। সেই তালিকায় উত্তর দিনাজপুর জেলায় ৪৮ জন রয়েছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লক থেকে ২০১৮ সালে নিয়োগপত্র পেয়ে সৈয়দপুর বাভনটলি হাইস্কুলে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ প্রধান। ইসলামপুরের ক্ষুদিরামপল্লি সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে গ্রুপ পদে নিয়োগ পেয়েছিলেন সুশান্ত দাস। সোমবার সেই তালিকা প্রকাশের পর তাদের চক্ষু চরকগাছ। অভিযুক্ত কর্মীরা জানিয়েছেন, কর্মী নিয়োগের পরীক্ষায় পাশ করেই চাকরি পেয়েছেন। ও এম আর জাল করার কোনও প্রশ্নই নেই। আদালত তাদের চাকরি বাতিলের নির্দেশ জারি করলে রায়ের বিরুদ্ধেই মামলা করার হুঁশিয়ারী দিয়েছেন। সুশান্তবাবুর বাবা কালীপদ দাস জানিয়েছেন, তার ছেলে বৈধভাবে চাকরি পেয়েছে। কোনও টাকার বিনিময়ে চাকরি হয়নি।কারন চাকরির জন্য ছেলেকে কোনও অর্থ তিনি দেননি। আদালত তাদের চাকরি বাতিল করলে সেই রায়ের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হতে বাধ্য হবেন বলে কালীবাবু হুমকি দিয়ে রেখেছেন।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close