বৃহস্পতিবার ১২ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এদিন সকাল ১১ নাগাদ উত্তর দিনাজপুরের করণদিঘি থানার ঝাড়বাড়ি পেট্রলপাম্প সংলগ্ন জাতীয় সড়কে ওই বৃদ্ধার নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এমন ঘটনার খবর পেয়ে ঝাড়বাড়ি পৌঁছয় করণদিঘি থানার পুলিশ। সূত্রের খবর, মৃত ওই মহিলার নাম আরতী জামাদার। বয়স ৭৫ বছর। তিনি করণদিঘি গ্রামীণ হাসপাতালের প্রাইভেট সুইপার হিসেবে কর্মরতা ছিলেন। প্রত্যক্ষদর্শীদের অনুমান বিষ পান করে আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধা। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।