শনিবার সাতসকালে লঙ্কা বোঝাই গাড়ি উল্টে আহত হলেন গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে ডালখোলা বাইপাসের উত্তর ডালখোলা যাত্রীপ্রতিক্ষায়লের কাছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডালখোলা থানার পুলিশ। লঙ্কাবোঝাই ছোট গাড়িটি রাস্তা থেকে সরানো হয়। গাড়ির চালকের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
ফোর্টিন টাইমলাইন, ডালখোলা।