Uttar Dinajpur : নিহত নাবালিকার মার্কশিট গ্রহণ না করার সিদ্ধান্ত পরিবারের

আরও পড়ুন

অভিযুক্তদের শাস্তি না হওয়া পর্যন্ত কালিয়াগঞ্জ থানার মালগাঁও গ্রামে নিহত নাবালিকার পরিবারের সদস্যরা উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার ২০২২-২৩ সালের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য,কালিয়াগঞ্জ ব্লকের গাংগুয়া গ্রামের সাহেবঘাটা এন এন উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সাহেবঘাটা এলাকায় পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খন্ডযুদ্ধ বেঁধেছিল। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ দেখাতে এলে উত্তেজিত জনতা কালিয়াগঞ্জ থানায় অগ্নিসংযোগ এবং পুলিশকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। রাজ্য সরকার ঘটনার তদন্তভার সি আই ডি-র হাতে তুলে দিয়েছিল। পরিবারের পক্ষ থেকে ঘটনার তদন্তভার সি বি আই-কে তুলে দেওয়ার দাবিতে অনড় ছিল। সি বি আই-কে দিয়ে ঘটনার তদন্ত করার দাবিতে কলকাতা আদালতে মামলা দায়ের করেন। কলকাতা উচ্চ আদালত তিন সদস্যের সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে। আদালতের এই নির্দেশের পর প্রায় একমাস কেটে গেলেও আজ পর্যন্ত সিটের সদস্যরা তদন্ত শুরু করেননি বলে অভিযোগ। বুধবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। নিহত নাবালিকা উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। নিহত নাবালিকা উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও অভিযুক্তদের শাস্তি না হওয়া পর্যন্ত পরিবারের সদস্যরা সেই মার্কশিট গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close