Uttar Dinajpur: সৎকার শেষ, না ফেরার দেশে চললেন দেবেশ

আরও পড়ুন

উত্তরবঙ্গের জনপ্রিয় ঔপন্যাসিক সাহিত্যিক উত্তরের সারাদিন পত্রিকার সাংবাদিক দেবেশকান্তি চক্রবর্তী মাত্র ৬৯ বছর বয়সে ফিরে গেলেন না ফেরার দেশে। থেকে গেল কত না বলা কথা, জানা হল না তাঁর অন্তরের ভালোবাসার কথা, জানা গেল না তাঁর হৃদয়ের অব্যক্ত যন্ত্রণা। একবার উত্তরের সারাদিন খবরের কাগজের পাতায় দেবেশবাবু- কবি নীরোদ রায় সম্পর্কে লিখেছিলেন ‘ভালোবাসতে বাসতে রাত শেষ হয়ে যায়’। তাঁর লেখা উপন্যাসে স্থান পেয়েছে রাজা গনেশের পুত্র যদু ধর্মান্তরিত হয়ে জ্বালালুদ্দিন নাম নিয়ে ভন্ড ব্রাহ্মণদের সম্পর্কে কি কথা বলেছিলেন! ৬৫০ টি গল্পে তিনি লিখে দিয়েছেন নানা অজানার কথা। তিনি নিজেই একটা উপন্যাস ছিলেন দেবেশকান্তি চক্রবর্তী নিজেই একটা “ব্র্যান্ড”। রায়গঞ্জ পৌরসভার পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন দেবেশবাবুর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো সাহিত্য জগতের। তাঁর কাছ থেকে আমরা আরও অনেক কিছু শিখতে পারতাম।

বহু কষ্ট করে অর্থনৈতিক প্রতিকূলতাকে জয় করে নিজের পায়ে দাঁড়িয়েছিলেন ঔপন্যাসিক দেবেশকান্তি চক্রবর্তী। আজ, বুধবার রায়গঞ্জের বন্দর মহাশ্মশানে আত্মীয়, বন্ধু, পরিজনদের পাশাপাশি বহু সাহিত্য জগতের প্রতিভাময় নর-নারীদের উপস্থিতিতে শেষ হলো সৎকার প্রক্রিয়া। জন্মান্তরবাদে বিশ্বাসী মানুষেরা বলেন- দেবেশকান্তি চক্রবর্তী চললেন অমৃতধামে নতুন জন্মলাভের উদ্দেশে । তার নতুন জীবন সার্থক হোক তিনি সুখে থাকুন এমনই শুভকামনা রইল উপস্থিত সকলের।

রায়গঞ্জের বন্দর মহাশ্মশান থেকে বিজয় কুমার চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close