প্রতিটি পরিবারে স্বেচ্ছায় রক্তদাতা তৈরির উদ্যোগকে সামনে রেখে রায়গঞ্জের মুক্তির কান্ডারী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল শুক্রবার। উল্লেখ্য, মুক্তির কান্ডারীর সম্পাদক কৌশিক ভট্টাচার্য্য ও তার ছেলের শুক্রবার জন্মদিন উপলক্ষে উৎসবেও হোক রক্তদান কথাটিকে সামনে রেখে রক্তদানের আয়োজন করে। প্রতি বছরের মতো এবছরও তারা রক্তদান শিবিরের আয়োজন করে। এদিন উপস্থিত ছিলেন এই শিবিরের রক্তদাতা, বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ব্যক্তিবর্গ ছাড়াও স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর শিল্পী দাস ও রায়গঞ্জ পুরসভার পুর-প্রশাসক সন্দীপ বিশ্বাস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।