ভুটানের রাজপুত্র নাঙেল ওয়াংচুক চিকিৎসার কারনে সড়কপথে কলকাতা যাওয়ার পথে রাত কাটাচ্ছেন রায়গঞ্জে। এদিন তিনি রাত কাটানোর জন্য হাজির হয়েছেন রায়গঞ্জের কর্ণজোড়ার সার্কিট হাউসে। সেখানে তাঁকে ঊষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এ ডি এম হাসিন জোহরা রিজভী।
সূত্রের খবর- তিনি শনিবারের রাতটি রায়গঞ্জের পুর-বাসস্ট্যান্ড লাগোয়া একটি হোটেলে বিশ্রাম নিয়ে আগামীকাল, রবিবার পুনরায় নিজস্ব গাড়িতে চেপে রওনা দেবেন কলকাতার উদ্দেশে। তিনি কর্ণজোড়া সার্কিট হাউসে পা রেখে কি জানিয়েছেন শুনুন-
তবে প্রতিবেশী দেশের রাজপুত্র উত্তর দিনাজপুরে পা রাখায় গর্বিত রায়গঞ্জের মানুষ।
রায়গঞ্জের কর্ণজোড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।