জেলার সংখ্যালঘুদের ব্যবসা বাণিজ্য করে স্বনির্ভর করতে রবিবার এক অনুষ্ঠানে প্রায় আড়াই কোটি টাকা তুলে দিল সংখ্যালঘু উন্নয়ণ দফতর। চেক হাতে পেয়ে খুশী জেলার সংখালঘু সম্প্রদায়ের মানুষ।
রাজ্যের সার্বিক উন্নয়ণ ঘটানো হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছেন। কাজের সন্ধানে তারা ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন। ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা রুখতে জেলায় কর্মসংস্থানের সুযোগ করে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সংখ্যালঘু উন্নয়ণ দফতর। অর্থের অভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেনও হতাশ না হয়ে পড়েন তার জন্য ঋন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপভোক্তাদের দুই থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার উত্তর দিনাজপুর জেলার ৮৫জন উপভোক্তা এবং ৬৭টি স্বনির্ভর গোষ্ঠীর হাতে ঋণের অর্থ তুলে দেওয়া হয়। রায়গঞ্জের কর্ণজোড়ার মাল্টিপারপাস সভা কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন উন্নয়ণ এবং মাদ্রাসা দফতরের মন্ত্রী গোলাম রব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর পুরসভার পুরপিতা তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল,রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক এবং উপ-প্রশাসক যথাক্রমে সন্দীপ বিশ্বাস এবং অরিন্দম সরকার। মন্ত্রী গোলাম রব্বানী জানান, রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ণ দফতরের মাধ্যমে সংখ্যালঘু ছেলেদের লেখাপড়া এবং ব্যাবসা বানিজ্য বাণিজ্য করার জন্য ঋন দেওয়ার ব্যাবস্থা করেছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার উত্তর দিনাজপুরে প্রায় আড়াই কোটি টাকার চেক উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হল।
উত্তর দিনাজপুরের কর্ণজোড়া থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।