পুকুরে হাত ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হ’ল এক মহিলার। ছেলে বিয়ের এক সপ্তাহ আগেই মায়ের মৃত্যতে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের করণদিঘির টুনিভিটা গ্রামে।
সূত্রের খবর- টুনিভিটা গ্ৰামের গৃহবধূ শ্যমলা সিংহ ও তার স্বামী দেবানন সিংহ দু’জনে মিলে মাঠে ধানের জমিতে কাজ করতে যান। ধানের জমির পাশে থাকা একটি পুকুরে হাত পায়ে লেগে থাকা মাটি ধুতে যান। জলে নামতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যমলা সিংহ নামের ওই মহিলার। মৃতা শ্যমলা সিংহের স্বামী দেবানন সিংহ বলেন, ধানের জমির পাশেই থাকা পুকুর মালিক শঙ্কর বিশ্বাস তার নিজের পুকুরের জলে বিদ্যুৎ সংযোগ করে রাখে। পুকুরে হাত ধুতে নেমেই তড়িদাহত হয়ে পুকুরের জলে হাত পা ছুড়তে ছুড়তে বেঘোরে প্রাণ যায় ওই হতভাগিনীর। পুকুরের জলে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে রাখার কারনে স্থানীয় বাসিন্দারা পুকুর মালিক শঙ্কর বিশ্বাসকে আটক করে বিক্ষোভ দেখান।পুকুর মালিক শঙ্কর বিশ্বাসের শাস্তির দাবি করে নিহত শ্যমলা সিংহের ছেলে জিতেন সিংহ-সহ স্থানীয় গ্ৰামবাসী তীব্র ক্ষোভে ফেটে পড়েন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানার পুলিশ। পুকুর মালিক শঙ্কর বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ধরে নিয়ে যায়। টুনিভিটা গ্রামের মানুষ পুকুর মালিক শংকর বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।