Uttar Dinajpur: বাড়ি ফেরার পথে রেলগাড়ি দুর্ঘটনা,উদ্বেগে পরিবার

আরও পড়ুন

কর্নাটকের বেঙ্গালুরু থেকে বাড়ি ফেরার পথে রেলগাড়ি দুর্ঘটনায় গুরুতর যখম হয়েছেন অসংখ্য মানুষ। তার মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়ার গোয়াবাড়ি এলাকার ৪জন পরিযায়ী এই শ্রমিক রয়েছেন । প্রত্যেকেই উড়িষ্যার বালাশোর হাসপাতালে চিকিৎসাধীন তবে তিনজনের আঘাত গুরুতর। দুর্ঘটনার পরে সমস্ত মালপত্র খোয়া গিয়েছে। হারিয়েছে মোবাইল ফোন ব্যাগ মোবাইল ফোনের চার্জারও। তবে যাদের সঙ্গে মোবাইল ফোনগুলি রয়েছে, সেগুলিতে চার্জ না থাকায় সুইচ অফ হয়ে গিয়েছে। শয়ে শয়ে কিলোমিটার দূর থেকে গরিব পরিবারের সদস্যরা চোখের জলকে সম্বল করে প্রশাসনিক সাহায্যের আশায় বসে রয়েছেন যথাক্রমে বৃদ্ধ-বৃদ্ধা বাবা-মা এবং আত্মীয় পরিজনেরা।

তবে শুক্রবার সন্ধ্যায় ওড়িশার কাছে বালাশোরে করোমন্ডল এক্সপ্রেস নামের রেলগাড়িটি দুর্ঘটনায় অসংখ্য মানুষ আহত হয়েছেন, যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এরাজ্যের সর্বত্র। প্রতিটি পরিবারের সদস্যরা যে উদ্বেগে রয়েছেন তা বলাই বাহুল্য।

উত্তর দিনাজপুরের চোপড়া থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close