আদিবাসী সেগেল অভিযান-এর পক্ষ থেকে সারা ভারতবর্ষজুড়ে চলছে ‘মারাং বুরুং বাঁচাও অভিযান’। মঙ্গলবার এই অভিযান চালিয়ে রায়গঞ্জ ডি এম অফিসের সামনে তারা বিক্ষোভ চালান। এরই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুরেও জেলা সমাহর্তা মারফত এই বার্তা দেওয়া হয় যে, ঝাড়খণ্ডের মারাং বুরুং-কে জৈন্যদের হাত থেকে রক্ষা করতে হবে।
রায়গঞ্জের ডি এম অফিস থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।