Uttar Dinajpur : প্রাইমারিতে পড়ালেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার !

আরও পড়ুন

রায়গঞ্জের প্রাইমারি স্কুলে এসে শিক্ষাদান করলেন স্থানীয় বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক দুর্লভ সরকার। উলট পুরান আর কাকে বলে! আজ স্বাধীনতা আন্দোলনের মহান শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৩ তম জন্মদিন। ঠিক সেই দিনেই রায়গঞ্জ শহরের শিল্পীনগরে অবস্থিত শিশুকল্যান প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে পড়ুয়াদের আনন্দ লাভের মাধ্যমে পাঠ দান করালেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক দুর্লভ সরকার। মূলত প্রাইমারি স্কুলের পড়ুয়াদের স্কুল ছুট রুখতে, স্কুলের প্রতি আকর্ষণ বৃদ্ধি করতে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের সঙ্গে সময় কাটালেন নিবন্ধক শ্রীসরকার। স্বল্পসংখ্যক পড়ুয়াকে টি এল এম ব্যবহারের মাধ্যমে, নিজের হাতে ছবি এঁকে, খাতায় শব্দ লিখে শেখালেন জীবনের নানা গল্প। এরই মাঝে হাতে শহীদ ক্ষুদিরামের ছবি নিয়ে ছোট ছোট কচিকাঁচাদের শোনান ক্ষুদিরামের জীবন কাহিনী। কচিকাচাদের পড়াতে গিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক দুর্লভ সরকার ফিরে গিয়েছিলেন ছেলেবেলায়।

বিদ্যালয় পরিদর্শকের অনুরোধে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অর্ণব মন্ডল।

 নতুন স্যারের ক্লাসকে এদিন হাসিমুখে মজার ছলে উপভোগ করল খুদেরা। নতুন স্যার যেভাবে পাশে বসে নিজের হাতে লিখে গল্প শোনালেন, তাতে অনিয়মিত পড়ুয়াদের স্কুলে পড়তে আসার প্রবণতা যে বৃদ্ধি পাবে তা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবাল সাহা।

রায়গঞ্জের শিল্পীনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close