গত ১২ বছরে যারা চাকরি পেয়েছেন, হয় তারা তৃণমূল নেতার আত্মীয়, নইলে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন। শনিবার রায়গঞ্জের ১৪ নম্বর ২ এর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙ্গিতে তৃণমূল নেতা উত্তম ঘোষের বাড়ির সামনে আমরণ অনশনে বসেন ৪ ব্যক্তি। তারা প্রত্যেকেই উত্তম ঘোষ এবং তার ভাগ্নে মিঠুন ঘোষকে যথাক্রমে ১১ লক্ষ টাকা করে ৩ ব্যক্তি দিয়েছেন এবং ৮ লক্ষ টাকা একজন দিয়েছেন মিঠুন ঘোষকে।
এদিন প্রত্যেকের বক্তব্য নিয়েছে টাইমস ফোর্টিন বাংলা। যার মধ্যে মিঠুন ঘোষকে না পাওয়া গেল অভিযুক্ত তৃণমূল নেতা তথা স্থানীয় অঞ্চল তৃণমূলের সভাপতি উত্তম ঘোষ অভিযোগকারীদের বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিলেন।
তৃণমূল নেতার ওই প্রশ্নের জবাবে সাংবাদিকরা বিজেপি-র জেলা সভাপতি বাসুদেব সরকারেকে প্রশ্ন করলে কার্যত তৃণমূল দলকেই তুলোধনা করেছেন বিজেপি নেতা বাসুদেব।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।