Uttar Dinajpur : জলসঙ্কটে হাহাকার চোপড়ার একাধিক গ্রাম

আরও পড়ুন

জলস্তর নামছে হু হু করে। সকাল থেকেই কলসি,বালতি নিয়ে গৃহবধূ নারী পুরুষেরা নির্বিশেষে ছুটছেন এপাড়া থেকে ওপাড়া। তারা প্রত্যেকে স্থায়ী সমাধানের অপেক্ষায়।

বাস্তবে তীব্র গরমে পানীয় জলের সঙ্কট চলছে চোপড়া ব্লকের একাধিক গ্রামে। একদিকে কুয়োর জল শুকিয়ে যাচ্ছে, অন্যদিকে টিউবওয়েল থেকে পড়ছে না জল। বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বাড়ি বাড়ি নলকূপ বসানো হলেও দীর্ঘদিন যাবৎ জল আসে না। ফলে চরম সমস্যায় পড়েছে গ্রামবাসীরা।। স্বাভাবিকভাবে গ্রামবাসীরা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন।

জানা গিয়েছে, চোপড়া ব্লকের মাঝিয়ালি ও হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জল সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ভুটিঝাড়ি, খোচাবাড়ি, ফকিরনি, দেবীঝোড়া সহ বেশ কয়েকটি গ্রামে জলের তীব্র সংকট দেখা গিয়েছে। গরম পড়তেই এই সমস্যা যেন চরম আকার নিচ্ছে।। পানীয় জলের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে গ্রামবাসীদের। ভোরের দিকে কুয়ো থেকে অল্প জল পাওয়া গেলেও সারাদিনে আর জল পাওয়া যায় না।। গ্রামবাসীরা জানিয়েছেন, কুয়োর জল শুকিয়ে ৩৭ থেকে ৪০ ফুট নিচে চলে গিয়েছে। টিউবওয়েল থেকেও জল পড়ছে না।। বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা পৌঁছে দেওয়া হলেও বছরেরও বেশি সময় থেকে সেই নলকূপে জল আসে না বলে অভিযোগ গ্রামবাসীদের।শুধু তাই নয়, চা বাগানের সেচের জল এখন পানীয় জলের জন্য ব্যবহার করছে গ্রামবাসীরা। তাই দ্রুত পানীয় জলের দাবি তুলেছেন গ্রামবাসীরা।

অন্যদিকে এবিষয়ে চোপড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন বলেন, যেসব এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে।ইঞ্জিনিয়ার দিয়ে এলাকায় সমীক্ষা করে দেখা হবে। সেই সব এলাকায় জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি।।

তবে কবে জল সংকট থেকে মুক্তি পাবে চোপড়ার মাঝিয়ালি ও হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েত নজর থাকবে আমাদেরও।

ফোর্টিন টাইমলাইন চোপড়া , ইসলামপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close