‘পালকিতে বউ চলে যায়’ এমন গান শুনেছেন অনেকেই । কিন্তু মোটর বাইকে চেপে বউ চলে যায় এমন বিষয়টি প্রত্যক্ষ করেননি প্রায় কেউই। সোমবার সন্ধ্যায় নববধূকে নিয়ে বাড়ি ফেরার আগে চারচাকা ছেড়ে দ্বি-চক্রযানে সওয়ার হয়েছিলেন পাত্র-পাত্রী যথাক্রমে ‘বিশ্ব-টুইংকেল’। দেবীনগর কালীবাড়িতে প্রণাম সেরেছিলেন বর বিশ্ব ঘোষ এবং কনে টুইংকেল সাহা (ঘোষ)। বন্ধুদের আবেদনের সাড়া দিয়ে বিশ্ববাবু গতকাল রাতে অগ্নিসাক্ষী করে বিয়ে করা নববধূকে মোটরবাইকে চাপিয়ে নিয়ে দেবীনগর কালীবাড়ি থেকে রাসবিহারী মার্কেট পর্যন্ত বাইক চালানোর লক্ষ্যমাত্রা স্থির করেন। পরে তারা রাসবিহারী মার্কেট মোড়-এ পৌঁছনোর আগেই ফিরে আসেন। এদিন নবদম্পতির সঙ্গে সওয়ার হয়েছিলেন বিশ্ববাবুর বন্ধুরাও। তারা মজা করে হইহুল্লোড়ও করছিলেন।
প্রসঙ্গত, পাত্র বিশ্ব ঘোষ ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। বিশ্ববাবু পেশায় অন অনলাইন দোকানের ব্যবসায়ী। তাঁর বাড়ি- রায়গঞ্জের দেবীনগরের মহারাজা জগদীশনাথ স্কুল এলাকায়।
এদিন সাহসী নবদম্পতিকে দেখতে হুড়োহুড়ি পড়ে যায়।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।