এক মাসব্যাপী চলছে ভোটার তালিকা সংশোধন কর্মসূচি। তারই সঙ্গে এবার নতুন করে হচ্ছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক। এই পরিষেবাগুলি মানুষের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে ফুটবল বিশ্বকাপ মরশুমে রায়গঞ্জ কর্ণজোড়া স্টেডিয়ামে রায়গঞ্জ সমষ্টি উন্নয়ণ আধিকারিকের দফতরের উদ্যোগে অনুষ্ঠিত হ’ল একটি প্রীতি মহিলা ফুটবল ম্যাচ । আগামীর ভোটারদের নিয়ে অনুষ্ঠিত এই ফুটবল ম্যাচটি ছাড়াও আরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণের কাছে ভোটার কার্ড সংশোধন ও নতুন নাম তোলা বিষয়টিকে তুলে ধরতে চাইছেন আধিকারিকেরা। এদিন দুটি দলের প্রতিটি সদস্যকে খেলা শেষে তুলে দেওয়া হয় মেডেল ও বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হবে ট্রফি। এদিন খেলায় উপস্থিত ছিলেন মহকুমা সমাহর্তা কিংশুক মাইতি, রায়গঞ্জ ব্লকের বিডিও শুভজিৎ মন্ডল, ও জয়েন্ট ভিডিও স্নেহাশীষ মন্ডল।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।