Uttar Dinajpur : মেহনতিদের সম্মান জানিয়ে সোমবার শ্রমিক স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ

আরও পড়ুন

সোমবার ১ লা মে , ২০২৩, “ঐতিহাসিক মে দিবস” উদযাপন করল রায়গঞ্জ পুরসভা। এদিন সকাল ৯টায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা র সম্মুখে পুরসভা কর্তৃক প্রতিষ্ঠিত শ্রমিক স্তম্ভ এর পাদদেশে এক বিশেষ শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রায়গঞ্জ পুরসভার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর এর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন মেম্বার সাধন বর্মন, বিভিন্ন ওয়ার্ড কো অর্ডিনেটর গণ, আই এন টি টি ইউ সি শহর সভাপতি তপন দাস সহ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ও রায়গঞ্জ পুরসভার আধিকারিক, কর্মী বৃন্দ।
উনিশ শতাব্দীর আগে কারখানার শ্রমিক দের দৈনিক ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করতে হত। কোন কোন ক্ষেত্রে তার থেকেও বেশি। কিন্তু কাজের অনুপাতে পারিশ্রমিক ছিল অল্প। যা তাদের জীবন ধারণের জন্য যথাযথ ছিল না। এই লড়াই চালিয়ে শেষমেশ শ্রমিক মালিক পক্ষ কে দৈনিক আট ঘণ্টা কর্মসময় নির্ধারণের দাবি জানায়। এ দাবি পূরণের সময় হিসেবে ১৮৮৬ সালের ১ মে নির্ধারণ করেন শ্রমিকরা।সেই মেহনতি মানুষদের সম্মাননা জ্ঞাপন করা হয় এদিন শ্রমিক স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close