বাবার বাইকে চেপে বাড়ি ফেরার পথে বাইক থেকে ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মেয়ের। শনিবার দুপুরে উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লক সদরে রায়গঞ্জ-বালুরঘাট ১০/এ ব্যস্ততম রাজ্য সড়কে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
পুলিশি সুত্রে জানা গেছে, মৃতার নাম পারমিতা সাহা। বয়স ২৩ বছর, বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার ধনকৈল এলাকার হরিহরপুর গ্রামে। স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন তার বাবা প্রবীর সাহার সঙ্গে মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় হেমতাবাদ থানা পার হতেই বাইকটি নিয়ন্ত্রণ হারালে বাইকের পেছন থেকে রাস্তায় ছিটকে পড়েন পারমিতা। আর পেছনেই থাকা একটি লরি তার মাথা পিষে দেয়। অথচ মেয়ের মাথা বিহীন দেহ নিয়ে দাঁড়িয়ে পড়েন বাবা। খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্তে পুলিশ।
উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।