Uttar Dinajpur: বিধায়কের বাড়িতে পা রাখছেন যুবরাজ জেনেই করিমের বাড়িতে গোটা ইসলামপুর !

আরও পড়ুন

ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালাই যে শেষ কথা নয়, তা আরও একবার প্রমাণিত। শেষ কথা বলবেন- ইসলামপুরের ১২ বারের বিধায়ক বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল করিম চৌধুরী। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড একথা জানান দিতেই আগডিমটি খুন্তি অঞ্চলের হাজার হাজার মানুষ বিধায়ক করিম চৌধুরীর বাড়িতে হাজির হয়েছেন। আজই তাঁর বাড়িতে গিয়ে বিধায়কের মান ভাঙাতে আসছেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস যাবত ইসলামপুরের ঘটনা প্রবাহ দলের কাছে অজানা নয়। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ অভিযান নিয়ে ইসলামপুরে আসছেন। ইসলামপুর কোর্ট ময়দানে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষন দেবেন। তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বকে এই সভায় আমন্ত্রণ জানানো হলেও কানাইয়া বিরোধী নেতা হিসেবে পরিচিত বিধায়ক আব্দুল করিম চৌধুরী আমন্ত্রণ থেকে ব্রত্য থেকে গেছেন। বিষয়টি যুবরাজের নজরে আসার পর সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের স্বার্থে বিধায়ক করিম চৌধুরীর গোসা দূর করতে তাঁর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাতেই এই সিদ্ধান্তের কথা বিধায়ককে জানিয়ে দেওয়া হয়। মাত্র কয়েক ঘন্টার নোটিশে হাজার হাজার করিম অনুগামী বিধায়কের বাড়িতে হাজির হয়েছেন। তাদের একটাই দাবি- দুর্নীতিগ্রস্ত নেতাদের দল থেকে সরিয়ে দিতে হবে। করিম চৌধুরীকে যতক্ষণ না দায়িত্ব দেওয়া হচ্ছে ততক্ষণ তারা সভায় যাচ্ছেন না। দলের কর্মীদের এমন ক্ষোভ কিভাবে সামাল দেন যুবরাজ সেটাই এখন দেখার।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close