অন্নদাতাদের কুর্নিশ উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের

আরও পড়ুন

করোনার সময় থেকে যে সমস্ত উদ্যোগপতিরা কর্মী ছাঁটাই করেননি তাদেরকে শ্রদ্ধা জানাল উত্তর দিনাজপুর প্রেসক্লাব। মঙ্গলবার রায়গঞ্জের বিধানমঞ্চে আয়োজিত উত্তরের অন্নদাতা নামের অনুষ্ঠানে ছ’জন উদ্যোগপতিকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উত্তরের অন্নদাতা সন্মান প্রাপকেরা হলেন-বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যানী, বিপ্লব ঘোষ, জগৎ সাহা, স্বপন সরকার, হেমেন্দ্র নাথ চৌধুরী এবং নরেশ মুন্দ্রা।


এঁদের হৃদয়ের মহৎ ভালোবাসায় কত মানুষ খুঁজে পেয়েছেন স্বপ্নের জীবন। উত্তরের অন্নদাতা ” সন্মানে ভূষিত করা হল উত্তর দিনাজপুর জেলার মোট ৬ জন উদ্যোগপতিকে। রায়গঞ্জ বিধানমঞ্চে উত্তর দিনাজপুর প্রেসক্লাব আয়োজিত ” উত্তরের অন্নদাতা “

সন্মান জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী, ইসলামপুরের পুরপিতা কানাইয়ালাল আগরওয়াল , রায়গঞ্জের পুরপিতা সন্দীপ বিশ্বাস, উপ-পুরপিতা অরিন্দম সরকার, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন অতনু বন্ধু লাহিড়ী-সহ বিশিষ্ট অতিথিবর্গ। সমাজের বিভিন্ন দু:স্থ, অসহায় মানুষদের পাশে অন্নদাতা হিসেবে যাঁরা এগিয়ে এসেছেন তাঁদের ” উত্তরের অন্নদাতা “-র অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেসক্লাব সভাপতি অমিত সরকার, সাধারণ সম্পাদক অলিপ মিত্র, ‘এবিপি আনন্দ’র সুদীপ চক্রবর্তী, জী ২৪ ঘন্টা-র ভবানন্দ সিংহ, সাংবাদিক উত্তম পাল, সাংবাদিক গৌতম পাল, তরুণ দেবনাথ প্রমূখ। তারা প্রত্যেককেই সম্মানীয় অতিথিদের উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবকে বরণ করে নেন। এদিনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সাংবাদিক শান্তনু চট্টোপাধ্যায়।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close