কালিয়াগঞ্জের কিশোরী খুনের ঘটনায় একের পর এক কমিশনকে পাঠিয়ে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে চাইলেও রাজ্য সরকার এই কমিশনকে পাত্তাই দিচ্ছে না। কমিশনকে রাজ্য প্রশাসন পাত্তা না দেওয়ায় ক্ষুব্ধ জাতীয় এস সি কমিশনের ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান বরুন হালদার জানিয়েছেন, সাংবিধানিক নিয়মানুযায়ী এই কমিশন এলে জেলা শাসক এবং পুলিশ সুপারকে হাজির হওয়া জরুরী। তাদের আশা তো দূরের কথা তদন্তকারি অফিসারেরা আসেন নি। তিনি রাজ্যের ডি জি এবং চীফ সেক্রেটারির সঙ্গে দিল্লীতে তলব করবেন । যদি তারা সেই নির্দেশ কার্যকরি না করেন তবে তাদের বিরুদ্ধে সমন জারি করবেন।
সূত্রের খবর , এস সি কমিশন এলাকা পরিদর্শনের পাশাপাশি রবিবার কালিয়াগঞ্জে আসেন বিজেপি তপসিলি মোর্চার রাজ্য সভাপতি সুদীপ আদিত্য।তিনি জানিয়েছেন, অসহায় মৃত কিশোরীর পরিবারের পাশে কেউ নেই। ঘটনাকে ধামাচাপা দিতে পুরো এলাকা পুলিশ দিয়ে ঘিরে রেখেছে। দিদির নির্দেশেই জেলার পুলিশ কাজ করছে। ১৪৪ ধারার অজুহাত দেখিয়ে তাদের এলাকায় যেতে বাধা সৃষ্টি করছে। জাতীয় এস সি কমিশন এলাকায় পৌছেছে। আইন মেনে মৃত কিশোরীর পরিবারকে সাহায্য করার দাবি জানিয়েছেন সুদীপবাবু।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।