গ্রীষ্মকালীন রক্তসংকট নিরসনে এগিয়ে এল রায়গঞ্জের যুব সমাজ। মূলত রায়গঞ্জ পুরসভার ১৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রসেনজিৎ সাহা-র উদ্যোগে রবিবার অজয় সংঘ ক্লাব প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮নম্বর ওয়ার্ড কো- অর্ডিনেটর প্রদীপ কল্যাণী, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস প্রমুখ।
প্রবল গরম উপেক্ষা করে রক্তদানে এগিয়ে আসেন বেশকিছু রক্তদাতা। রক্তদানে ছাত্র যুবরা এগিয়ে এলে রক্ত সংকট দূর করা সম্ভব বলে জানিয়েছেন প্রসেন সাহা।
রক্তদান শিবিরে এসে এলাকার যুবদের আরও বেশি করে রক্তদান শিবিরের আয়োজন করতে বলেন প্রদীপ কল্যাণী।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।