দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের তরফে ৩৪টি ব্যাটারি চালিত বর্জ পরিবাহক গাড়ি জেলার ১২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দান করা হল।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ চত্বর থেকে ৩৪টি বর্জ পরিবাহক গাড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের হাতে তুলে দেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও এদিনের ব্যাটারি চালিত যানবাহন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, জেলা পরিষদের সেক্রেটারি হিমাদ্রি সরকার, পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঁয়া,বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র-সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং বিশিষ্টজনেরা। মূলত এইসব পঞ্চায়েত এলাকার নোংরা আবর্জনা এই গাড়ির মাধ্যমে সংগ্রহ করা হবে এবং তা নির্দিষ্ট জায়গায় ফেলা হবে। এই ৩৪টি গাড়ির জন্য দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের তরফ থেকে ৫১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।