পাচারের আগেই রেলগাড়ি থেকে উদ্ধার হল বহুমূল্যের শাল কাঠ। রবিবার দুপুরে আলিপুরদুয়ার জংশনের রেলস্টেশন থেকে সেই চোরাই কাঠগুলি উদ্ধার করে বন দফতর।
সূত্রের খবর, রবিবার দুপুরে রেলগাড়িটি বামনহাটের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, বন দফতফরের কর্মীরা বামনহাটগামী রেলগাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। যদিও এদিন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বন দফতরের কর্তারা জানান, সেই চোরাই কাঠগুলি এদিন কালচিনি স্টেশনে তোলা হয়েছিল। ওই কাঠ কোচবিহার হয়ে বামনহাটে পাচার করার ছক কষা হয়েছিল। গত কয়েক মাসের মধ্যে একাধিকবার এভাবে কাঠ পাচারের চেষ্টা করা হয়েছে। তবে পাচারের আগেই তা বাজেয়াপ্ত করেছে বন দফতর।
ফোর্টিন টাইমলাইন, আলিপুরদুয়ার।