বারংবার নথি জমা দিয়েও মিলছে না পরিষেবা। তাই শনিবার দুয়ারের সরকার শিবিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব সিরুবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত একটি শিবিরে।
সূত্রের খবর, লক্ষীর ভান্ডারের জন্য তিনবারের মতো সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও এখনও তাঁর লক্ষীর ভান্ডার চালু হয়নি। কাগজপত্র দেওয়ার সঙ্গে তাদের প্রচুর টাকাও খরচ হচ্ছে বলে দাবি করেন গ্রামবাসীর একাংশ। শুধু এই ক্ষেত্রেই নয় আরও বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রেও একইরকম পরিস্থিতির শিকার হতে হচ্ছে। এরপর কাগজপত্র জমা দিয়েও যেন পরিষেবা মেলে সেজন্যই বিক্ষোভ দেখান তারা। তবে এদিন শিবিরে উপস্থিত ব্লক প্রশাসনের প্রতিনিধিরাও এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
এবিষয়ে এক স্থানীয় উপপ্রধান বলেন, নথিপত্র সব ঠিক থাকলে কারও কোনও পরিষেবা পেতে অসুবিধা হয় না। হয়তো নথির কোনও ত্রুটির কারনে কারও কারও ক্ষেত্রে এমনটা হয়েছে। বাসিন্দাদের সঠিকভাবে সব নথিপত্র জমা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
ফোর্টিন টাইমলাইন, আলিপুরদুয়ার।