Dakshin Dinajpur : বিকল ট্রান্সফর্মার সারাইয়ের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

আরও পড়ুন

কাজ না করা ট্রান্সফর্মার সারাইয়ের দাবিতে শনিবার দুপুরে বালুরঘাট বিদ্যুৎদফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শতাধিক গ্রামবাসী। তাদের দাবি, নতুন ট্রান্সফর্মার না বসানো হলে তারা কোনোভাবেই সেই বিক্ষোভ সরাবেন না।

উল্লেখ্য, গত ছ’দিন যাবৎ গ্রামে বিদ্যুৎ নেই৷ গ্রামের একমাত্র ট্রান্সফর্মারটি-ও বিকল হয়ে পড়ে রয়েছে। এমতাবস্থায় গরমে নাজেহাল অবস্থা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের সনতারার মানুষ। এদিকে বিকল ট্রান্সফর্মার সারাইয়ের জন্য বালুরঘাট বিদ্যুৎ দফতরের অফিসে পৌঁছে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসী। এদিকে প্রায় এক সপ্তাহ হতে চললেও এখনও পর্যন্ত বিকল ট্রান্সফর্মারটি মেরামত বা বদল করা হয়নি। কাঁঠালপাকা গরমে ব্যাপক সমস্যায় পড়েছেন গ্রামের শতাধিক গ্রামবাসী। বিষয়টি নিয়ে এদিন দুপুরে তারা বালুরঘাট বিদ্যুৎদফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান।

এদিকে বিদ্যুৎ দফতর ঘেরাও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার বিশাল পুলিশবাহিনী।অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট বিদ্যুৎ দফতরের আধিকারিকরা।

ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close