কেন্দ্রের সঙ্গে সিবিআই ইডির সংঘাত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। খবর সূত্রে জানা যায় ১৮ দিনে ৫ টি মামলা তদন্তের ভার হাই কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে তুলে দেয়। পঞ্চায়েত ব্যবস্থা দেশের মধ্যে এগিয়ে থাকায় পঞ্চায়েতি রাজ নিয়ে মোট ১৪ টি পুরস্কার পেল মমতা বন্দ্যোপাধ্যায় যা পশ্চিমবঙ্গের এককালীন রেকর্ড। ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যের ১৪ টি জেলা পরিষদ , পঞ্চায়েত সমিতি , গ্রাম পঞ্চায়েত এবার সর্বভারতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যাবস্থা চালু হয়েছিল বাম আমলে। সেইসময় পঞ্চায়েত ব্যাবস্থার সফলতা ছিল অব্যাহত।সরকারের তরফে জানানো গিয়েছে আগামীদিনে পশ্চিম বাংলার গ্রামোন্নয়ন বিভাগ এগিয়ে যাবে উৎকর্ষতার লক্ষ্যে।
যেসব পঞ্চায়েত পুরস্কার পেয়েছে :
১.পূর্ব বর্ধমানের মেমারি ২ ব্লকের বিজুর-২ গ্রাম পঞ্চায়েত শিশুবান্ধ গ্রাম পঞ্চায়েত অ্যাওয়ার্ড পেয়েছে।
২.উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-১ ব্লকের গোয়াগাঁও ১ গ্রাম পঞ্চায়েত পেয়েছে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড।
৩.বীরভূমের ইলামবাজার ব্লকের ইলামবাজার গ্রাম পঞ্চায়েত পেয়েছে রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কার।
পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার পেয়েছে যেসব জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি :
১. দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদ পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার পেয়েছে।
২.উত্তর ২৪ পরগনার বসিরহাট পঞ্চায়েত সমিতি এবং পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ পঞ্চায়েত সমিতি এই পুরস্কার পেয়েছে।
৭ টি গ্রাম পঞ্চায়েত পেয়েছে পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার :
১. বাঁকুড়া জেলা পত্রসায়র ব্লকের বলসি ২ গ্রাম পঞ্চায়েত
২. প্রাকৃতিক সম্পদ থিম করে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আমড়াকুচি গ্রাম পঞ্চায়েত এই পুরস্কার পেয়েছে।
৩. স্যানিটেশন থিম করে পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ ব্লকের বোহার ১ গ্রাম পঞ্চায়েত পুরস্কার পেয়েছে।
৪. রেভিনিউ জেনারেশন থিম করে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের গঙ্গারামপুর পঞ্চায়েত।
৫. প্রাকৃতিক সম্পদ থিম করে পুরুলিয়া জেলার মানবাজার ২ ব্লকের কুমারী গ্রাম পঞ্চায়েত।