স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন প্রেমিক-প্রেমিকা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মন্দারমণির ৩ নম্বর ঘাটে। উদ্ধার করা হয়েছে প্রেমিকের দেহ। এই এখনও পর্যন্ত নিখোঁজ সেই প্রেমিকা। চলছে উদ্ধারের কাজ।
সূত্রের খবর, ঝাড়গ্রাম থেকে মন্দারমণিতে ঘুরতে আসা সেই প্রেমিক-প্রেমিকের নাম হল প্রীতম শীট(২০) এবং বৃষ্টি দাস(১৯)। দুপুরে দু’জনে একসঙ্গে সমুদ্রে স্নান করতে নামে। তখন দু’জনই স্নান করতে করতে উপকূল থেকে একটু দূরে চলে যায়। সেখানে জলোচ্ছ্বাস বেশি থাকায় দু’জনই সমুদ্রের জলে তলিয়ে যায়। মন্দারমণিতে কর্মরত নুলিয়াদের ঘটনাটি চোখে পড়তেই তারা তাদের উদ্ধারকাজ শুরু করেন। তাদের মধ্যে নুলিয়ারা প্রেমিককে উদ্ধার করে রামনগর বালিসাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু, সেই প্রেমিকাকে না পাওয়ায় তাকে উদ্ধারের লক্ষ্যে তল্লাশ অভিযান অব্যাহত।
ফোর্টিন টাইমলাইন, মন্দারমণি।