অস্থায়ী নয়, সারা মাস যেনও সুষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে পারেন, সেইজন্য স্থায়ী কাজের দাবিতে আন্দোলনে নামলেন একদল শ্রমিক। মঙ্গলবার ইসলামপুরে একটি শস্য ব্যবসায়ীর গুদামের সামনে বিক্ষোভ দেখান মুটিয়া শ্রমিকরা। এই বিক্ষোভে তাদের পাশে দাঁড়ায় সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। নেতৃত্ব দেন সিটুর সমন্বয় কমিটির আহ্বায়ক তাপস দাস।
শ্রমিকদের অভিযোগ, ইসলামপুরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যে গুদামটি রয়েছে, সেই গুদামের পরিবর্তে অন্য গুদাম থেকে আজকাল বেশি কাজ করাচ্ছেন শস্য ব্যবসায়ীরা। সে কারনে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার গুদামের শ্রমিকরা মাসে ১৫ থেকে ২০ দিনের বেশি কাজ পান না, ফলে ওই শ্রমিকদের পক্ষে তাদের পরিবারকে ভরণ-পোষণ করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
সূত্রের খবর, চুক্তি অনুযায়ী মজুরি-সহ যে বকশিশ পাওয়া উচিত, সেসবও মিলছে না বলে অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। অন্যদিকে ওই গুদাম মালিক শ্রমিকদের সব অভিযোগ ভিত্তিহীন বলে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন।
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট , টাইমস ফোর্টিন বাংলা।