যদি কেউ পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে সাফ জানিয়ে দিলেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। মঞ্চ থেকে তৃণমূলের নেতৃত্বদের কড়া হুঁশিয়ারি জেলা সভাপতির।
সূত্রের খবর, রবিবার ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাইস্কুল মাঠে তৃণমূলের অঞ্চল সম্মেলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এবং মঞ্চ থেকে তৃণমূলের নেতৃত্বদের কড়া নির্দেশ দিলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি বলেন যদি কেউ পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয় তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে কড়া হুঁশিয়ারি দেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। সম্প্রতি পৌরসভা নির্বাচনে দলের টিকিট না পেয়ে নানান সমস্যার মুখে পড়তে হয় তৃণমূলের নেতৃত্বদের। এমনকি টিকিট না পেয়ে জেলা সভাপতির বাড়িতেও টিকিটের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূলের নেতৃত্বরা। তাই যাতে পঞ্চায়েত নির্বাচনেও টিকিট নিয়ে কোনও সমস্যা না হয় তার জন্য আগাম হুঁশিয়ারি জেলা সভাপতির।
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।